হবিগঞ্জে ভোক্তা অধিকার আইনের অভিযানে ১৪ হাজার টাকা জরিমানা। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ভোক্তা অধিকার আইনের অভিযানে ১৪ হাজার টাকা জরিমানা।

Link Copied!

 

এফএম খন্দকার মায়া : হবিগঞ্জে পৌরসভার শায়েস্তানগর ধুলিয়াখাল এলাকায় ভোক্তা অধিকার আইনের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি বিধি নিষেধ অমান্য করায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক ও সার্বিক নি‌র্দেশনা মোতা‌বেক হবিগঞ্জ জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক দেবানন্দ সিনহা এই অভিযান পরিচালনা করেন।

জানা যায় হবিগঞ্জ সদরে পৌর শহরের শায়েস্তানগর এলাকায় এবং ধুলিয়াখাল এলাকায় তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রি, নির্ধা‌রিত মূ‌ল্যের অ‌তি‌রিক্ত মূ‌ল্যে ঔষধ বিক্রয়, মেয়াদ উত্তীর্ন পণ্য বিক্রয়, মুল্য তালিকা না টাঙানোসহ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে ৫টি প্র‌তিষ্ঠান‌কে অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ১৪,০০০ টাকা জ‌রিমানা করা হয়।

এ সময়ে তদার‌কিমূলক এ অ‌ভিযা‌নে উক্ত এলাকার ফা‌র্মেসীর মা‌লিক‌দের নির্ধা‌রিত মূল্যে নিত্যপণ্য, ঔষধ ও অন্যান্য মে‌ডি‌কেল ইকুইপ‌মেন্ট ‌বি‌ক্রির প্র‌য়োজনীয় নি‌র্দেশনা দেওয়া হয়। কারসা‌জি ক‌রে নিত্যপণ্য ও ঔষধ সামগ্রীর দাম বৃ‌দ্ধি না কর‌তে, পাইকা‌রি ক্র‌য়ের ভাউচার সংরক্ষণ ও শা‌রী‌রিক দূরত্ব বজায় রে‌খে পণ্য ক্রয়-‌বিক্র‌য়ের অনু‌রোধ করা হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।