মোঃ খায়রুল ইসলাম সাব্বির, হবিগঞ্জ সদর : হবিগঞ্জ সদর উপজেলা বিসিক শিল্পনগর এলাকার তেতৈয়া গ্রামে জনগনের চোখ ফাঁকি দিয়ে গড়ে তোলা হয়েছে ক্ষতিকর অবৈধ ক্যামিকেল কারখানা।
বুধবার (১৬ জুলাই) গোপন সংবাদ এর ভিত্তিতে বিডি এনএসআই এবং সহকারী কমিশনার (ভূমি) মাকসুদা হোসেন এর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘ ২ ঘন্টা অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণে অবৈধ ক্যামিকেল যুক্ত ডিটারজেন্ট পাউডার, নকল সরিষার তেল, নকল চা-পাতা সহ প্রায় কয়েক লক্ষ টাকার অবৈধ ক্যামিকেল এবং অবৈধ ডিটারজেন্ট পাউডার তৈরীর সরঞ্জাম।
এসময় অবৈধ ক্যামিকেল কারখানার মালিক’সহ তিন জন’কে অটক করা হয়। আটককৃতরা হলেন, পশ্চিম ধুলিয়াখাল গ্রামের বাসিন্দা মোঃ ছালেক মিয়ার পুত্র মোঃ হারুন মিয়া (২৮), একই গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মৃত ফিরোজ মিয়ার পুত্র মোঃ মিজান মিয়া (২৫) এবং বাসার মালিক পৌর এলাকার শায়েস্তানগর এর বাসিন্দা মোঃ আব্দুল গফুর এর পুত্র মোঃ মাসুক মিয়া (৩০)।
সহকারী কমিশনার (ভূমি) মাকসুদা হোসেন মূল হোতা কালোবাজারি ব্যবসায়ী, মোঃ হারুন মিয়াকে ৬ মাসের কারাদণ্ড, মোঃ মিজান মিয়া কে ৩ মাসের কারাদণ্ড, এবং মাসুক মিয়া কে ৩ মাস কারাদণ্ড, এরই সাথে ১ লাখ টাকা করে তিন জনকে ৩ লাখ টাকা জরিমানা করেন তিনি।
এব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মাকসুদা হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জ এনএসআই এর মাধ্যমে তথ্য জানতে পেরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ’সহ বেআইনি কাজে জড়িত তিনজনকে জেল জরিমানা প্রধান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন এনএসআই ডিডি আজমল হোসেন, এডি হুমায়ুন, অফিস সহকারী রাসেল সিনহা, অফিস সহায়ক কুদ্দুস, সদর থানার এসআই সাহিদ, এসআই মহিন, এসআই উত্তসব’সহ সাংবাদিক জিকে ইউসুফ সহ আরো অনেকেই।