হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ভুমি অধিগ্রহণে ক্ষতিপুরণের চেক জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে তোলে দেওয়া হয়েছে। শনিবার (১৩জানুয়ারি) দুপুরে এ চেক তোলে দেয়া হয়। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে এই চেক তোলে দেন।
সুনামগঞ্জ-দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ (হবিগঞ্জ অংশ) শীর্ষক প্রকল্পের আওতায় চার দফায় মোট ১৪ লাখ টাকার চেক ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করা হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।