হবিগঞ্জে ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চেক হস্তান্তর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 13 January 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চেক হস্তান্তর

Link Copied!

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ভুমি অধিগ্রহণে ক্ষতিপুরণের চেক জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে তোলে দেওয়া হয়েছে। শনিবার (১৩জানুয়ারি) দুপুরে এ চেক তোলে দেয়া হয়। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে এই চেক তোলে দেন।

সুনামগঞ্জ-দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ (হবিগঞ্জ অংশ) শীর্ষক প্রকল্পের আওতায় চার দফায় মোট ১৪ লাখ টাকার চেক ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করা হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।