হবিগঞ্জে ব্র্যাক কর্মীর লাশ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 27 April 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ব্র্যাক কর্মীর লাশ উদ্ধার

সঞ্জয় দাশ
April 27, 2022 12:09 pm
Link Copied!

হবিগঞ্জে ব্র্যাক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার (২৬এপ্রিল) হবিগঞ্জের চৌধুরী বাজার এলাকা থেকে মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্র্যাক কর্মীর লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী হবিগঞ্জ চৌধুরী বাজার ব্র্যাক অফিসে ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন। সে নরসিংদী মনোহরদী থানার ধরমান্দালিয়া গ্রামের সামসুল হক মিয়ার পুত্র।

জানা যায়, রাত ১০ টার দিকে একই প্রতিষ্ঠানে কর্মরত লোকমান হেকিম নামে অপর এক ব্র্যাক কর্মী অফিসে গিয়ে মোহাম্মদ আলীকে ফ্যান এর সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।