হবিগঞ্জ পৌরসভা কর্তৃক ব্যাটারি চালিত অটোরিকশা আটক করা হয়েছে। রবিবার (৫ জুন) শহর থেকে অর্ধশত অটোরিকশা আটক করা হয়।
এ ঘটনার প্রতিবাদে আরডি হল প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরা।
বিকাল ৫ টায় ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ধনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি সামছুর রহমান, জাফর আলী, বারিক মিয়া, সহ-সাধারণ আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, অর্থ সম্পাদক রাহিমুল ইসলাম চৌধুরী, সিনিয়র সদস্য আরব আলী ,গনি মিয়া, তৌহিদ মিয়া, মস্তু মিয়া, সোহেল মিয়া প্রমূখ।
সভায় বক্তাগন অভিযোগ করেন, রবিবার (৫ জুন) দুপুরে হবিগঞ্জ পৌর প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫০টি ব্যাটারি চালিত অটোরিক্সা আটকানো হয়েছে।
এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী ছাড়া অতি উৎসাহী কিছু টমটম শ্রমিককে রিক্সা আটকানোতে ব্যবহার করা হয়েছে। এছাড়া অনেক রিক্সা শ্রমিককে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও করা হয়েছে।
এ ব্যাপারে সমাবেশ থেকে তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
বক্তারা বলেন, টমটম শ্রমিক ও অটোরিক্সা শ্রমিক পরষ্পর ভাই-ভাই এবং উভই শ্রমজীবী শ্রেনীর মানুষ।
টমটম শ্রমিক ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত লাগিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে বলেও বক্তারা অভিযোগ করেন।
রিক্সা আটকানোকে কেন্দ্র করে কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি বাণিজ্য করার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়।
এ ব্যাপারে শ্রমিকরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সমাবেশ থেকে সোমবার (৬ জুন) জেলা প্রশাসক ও পৌর মেয়রের সাথে সাক্ষাত করার সিদ্ধান্ত নেয়া হয়।
সমাবেশে পৌরসভা কর্তৃক আটককৃত ব্যাটারি চালিত অটোরিক্সা ফেরত প্রদান, নাম্বার প্লেইট প্রদানের পূর্বে রিক্সা আটকানো বন্ধ রাখা এবং শ্রমিকদের উপর নির্যাতনের বিচারসহ ৭ দফা দাবী উত্থাপন করা হয়।