হবিগঞ্জে ব্যক্তিগত সফরে আসছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল চৌধুরী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 10 September 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ব্যক্তিগত সফরে আসছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল চৌধুরী

Link Copied!

স্টাফ রিপোর্টার :  আগামী (১১ সেপ্টেম্বর)  শুক্রবার ব্যক্তিগত দুই দিনের সফরে হবিগঞ্জে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, (ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক,ওমেন্স ক্রিকেট টিম ও দৈনিক উত্তর-পূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল। ওই দিন বিকাল ৩টায় সিলেটের নিজ বাসা থেকে রওয়ানা হয়ে হবিগঞ্জ সার্কিট হাউজে পৌছবেন সেখানে বিকেল ৫টায়। হবিগঞ্জ সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন তিনি।

 

ছবি : বাংলাদেশ আওযামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর ফাইল ছবি

 

পরের দিন শনিবার (১২সেপ্টেম্বর) সকাল ৮টায় মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এর গ্রামের বাড়ি মিটামন,ইটনা ও কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন। যাত্রাকালে সাংগঠনিক সম্পাদক নাদেল চৌধুরীর সাথে সফরসঙ্গী হিসেবে থাকবেন ২০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর ব্যক্তিগত সহযোগী মাহদি হাসান দৈনিক আমার হবিগঞ্জকে এই সফর সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

 

ছবি : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল চৌধুরীর সাথে এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা এম আক্কাছ খান

 

সফরসঙ্গী হিসেবে থাকবেন-হযরত শাহজালাল (রা:) এর দরগাহ শরীফের মোতাওয়াল্লী ফতেউল্লাহ আল-আমান,বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক (ময়মনসিংহ বিভাগ) শাহেদ ইকবাল ভূইয়া,বাংলাদেশ ব্যাংকের ডিজিএম (ময়মনসিংহ বিভাগ) সুয়েবুর রহমান,এফআইভিডিবি’র নির্বাহী পরিচালক চৌধুরী বজলে মোস্তফা রাজি,ব্যবসায়ী ইসহাক হোসেন,তোফায়েল আহমেদ লিমন,আতিকুর রহমান লাহিন,সিলেট এলপিজি ডিস্ট্রিবিউশন এসোসিয়েশন এর সভাপতি এম এ মুনাইম চৌধুরী,হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান,ব্যাংক কর্মকর্তা ইনামুল রহমান লস্কর,এমসি বিশ্ববিদ্যলয় কলেজের সাবেক ছাত্রনেত,মহানগর আওয়ামী লীগের কর্মী ও ছায়েরা ছিদ্দিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আক্কাছ খান,ব্যবসায়ী সেলিম চৌধুরী,সুয়েব আহমেদ চৌধুরী,প্রধান শিক্ষক হাফিজ নিজাম উদ্দিন,প্রভাষক মাসুদ করিম ও ব্যবসায়ী শেখ মো: সাবাজসহ একঝাঁক নেতাকর্মী।