হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ২ যুবকের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 6 January 2022

হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ২ যুবকের মৃত্যু

এম এ রাজা
January 6, 2022 3:55 pm
Link Copied!

হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিবপাশায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।পথচারীদের মাধ্যমে খবর পেয়ে আজমিরীগঞ্জ পুলিশ ওই দুই যুবকের লাশ উদ্ধার করে । তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি ।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকালে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে হাটাহাটির সময়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে দুই যুবককে ঝুলে থাকতে দেখেন। এ সময় ওই লোক চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের স্থানীয় লোকজন এসে জটলার সৃষ্টি হয়।পরে লোক মারফত খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ এসে মৃতদেহগুলো উদ্ধার করে। স্থানীয়দের ধারণা রাতের বেলা বিদ্যুৎ খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়েই তাদের মৃত্যু হয় ।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, প্রাথমকিভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফর্মার চুরির জন্যই তারা খুঁটিতে উঠছিল কিন্তু চুরি করার আগেই তাদের মৃত্যু হয় ।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়