হবিগঞ্জে বেকিটেকা গ্রামবাসীর সাথে মোতাচ্ছিরুল ইসলামের মতবিনিময় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 10 March 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বেকিটেকা গ্রামবাসীর সাথে মোতাচ্ছিরুল ইসলামের মতবিনিময়

Link Copied!

হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন জেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ।

শুক্রবার (১০মার্চ) বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন-আমি আমার সাধ্যমত চেষ্টা করছি এই অবহেলিত গ্রামের উন্নয়ন করতে।

আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় ক্ষমতায় গেলে বাকী কাজ গুলো সমাপ্ত করতে পারবো। আমি গ্রামবাসীদেরকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবদিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। স্মার্ট বাংলাদেশ গড়তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে যুবলীগের নেতাকর্মীরা।

তাই আগামী নির্বাচনে তিনি নৌকা মার্কা ভোট দেওয়ার আহবান জানান। মতবিনিময় সভায় গ্রামের মুরুব্বি ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।