মোঃ খায়রুল ইসলাম সাব্বির : হবিগঞ্জ সদরে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলে তিনদিন ব্যাপী ওরিয়েন্টেশন সমাপনী প্রোগাম সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ই সেপ্টেম্বর) ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

ছবি: ওরিয়েন্টেশনে উপস্থিত জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ
ওরিয়েন্টেশন সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ সহ আরো অনেকেই।
এসময় হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান শিক্ষকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে তিনদিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সমাপনী ঘোষণা করেন।