পর্যটন শান্তির সোপান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জ শহরে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিমতলা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, মেডিকেল অফিসার ডাঃ সানজিদ জামান আদনান, সদর থানার ওসি নূরে আলমসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ পর্যটন শিল্পের জন্য একটি সম্ভাবনায় দেশ। আমাদের এই পর্যটন শিল্পকে আরো বিকশিত করার লক্ষে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। পর্যটনখাতকে আরো সুন্দর পরিপাটি করে গড়ে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।