স্টাফ রিপোর্টার : “এক মুহূর্ত আলাদা নয়, অপরিণত শিশুদের সার্বক্ষনিক বাবা মায়ের সাথেই রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব অপরিণত নবজাতক দিবস পালন করা হয়েছে।
বুধবার( ১৭ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলায়ও দিবসটি পালন করা হয়। ইউএসএআইডি-র অর্থায়নে এবং সেইভ দা চিলড্রেন এর কারিগরি সহায়তায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং সীমান্তিকের বাস্থবায়নে এ দিবসটি পালিত হয়।
এসময় জেলা সদর হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ইউনিয়ন স্বাস্থ ও পরিবার কল্যাণ কেন্দ্রের কেঙ্গারু মাদার কেয়ার ইউনিটকে সুসজ্জিত করণসহ এবং বিশেষ সেবা প্রদান করা হয়।