হবিগঞ্জে বিশেষ অভিযানে ভিজিএফ’র ১০বস্তা চাল উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 16 July 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বিশেষ অভিযানে ভিজিএফ’র ১০বস্তা চাল উদ্ধার

Link Copied!

স্টাফ রিপোর্টার  :  হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে  ভিজিএফ’র ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া বাজারের ১টি গুদাম থেকে ভিজিএফের ৯’শ কেজি চাল উদ্ধার ও ১জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫জুলাই) দিবাগত রাত ১টার দিকে হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ও একটি বিশেষ বাহিনীর সহায়তায় এসব চাল উদ্ধার করা হয়।

 

 

ছবি : অভিযানে উদ্ধার হওয়া ভিজিএফ’র ১০ বস্তা চাল

 

 

এ সময় হাছন আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে তারা। হাছন আলী লুকড়া গ্রামের শিরিষ আলীর পুত্র। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত ব্যক্তির বাড়ি থেকে আরো ৮ বস্তা চালসহ খাদ্য গুদামের সিল দেয়া ১৭টি খালি বস্তাও জব্দ করা হয়। আটক হাছন আলীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। অভিযানে সদর পুলিশের সদস্যরা ছাড়াও একটি বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নেন।