হবিগঞ্জে ঘরমুখো মানুষের সেবাকে নির্বিঘ্ন করতে মাঠে কাজ করছে প্রশাসন। এই লক্ষ্যে হবিগঞ্জ – সিলেট বিরতিহীন বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গবার (২৬এপ্রিল) জেলা প্রশাসনের সহকারি ম্যাজিস্ট্রেট জহুরুল হোসেনের নেতৃত্বে এই অভিযানে বিরতিহীন বাস কাউন্টারকে ভাড়ার তালিকা প্রদর্শিত না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হবিগঞ্জ- সিলেট রুটে বিরতিহীনের সেবার বিষয়টি নিয়ে সাধারণ যাত্রীদের উদ্বেগ দীর্ঘদিনের। যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, ভাড়া বৃদ্ধিসহ নানান বিষয়ে বিরতিহীন কর্তৃপক্ষ দীর্ঘদিন সমস্যাগুলোর সমাধান করতে পারছে না। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের সেবাকে নির্বিঘ্ন করতে আরও অভিযান পরিচালনা করা দরকার বলে মনে করছেন যাত্রীরা।