এফ এম খন্দকার মায়া : হবিগঞ্জ জেলায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৩২৭ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসামিয়া রোগীদের মাঝে এক কোটি ষাট লাখ টাকার এককালীন চেক বিতরণ করা হয়।
বৃহস্প্রতিবার (১৩ আগষ্ট) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ এডভোকেট আবু জাহির।
জানা যায়, বর্তমান সরকারের তৃনমূলে ও অসহায় দরিদ্রদের পাশাপাশি জীবন যুদ্ধে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সেবার কার্যক্রমের অংশ হিসাবে হবিগঞ্জ জেলায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৩২৭ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসামিয়া রোগীদের মাঝে এক কোটি ষাট লাখ টাকার এককালীন চেক বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সমাজসেবা ও বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ গন।