হবিগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশনাক্রমে বিভিন্ন মামলায় আটক বেশ কয়েকটি প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, টমটম, অটোরিকশা, নসিমন প্রভৃতি ১২ টি গাড়ির নিলাম অনুষ্ঠিত হবে।
নিলাম কমিটির সভাপতি হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের ৮ মার্চ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়,আগামী ১৮ মার্চ বিকাল তিনটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গণে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে অংশগ্রহণের জন্য বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণস্বরূপ জাতীয় পরিচয় পত্র অথবা ছবিযুক্ত অন্য কোন ডকুমেন্ট দেখাতে হবে এবং এক কপি ফটোকপি দাখিল করতে হবে।
নিলামে অনন্য ১৮ বছর বয়সে যেকোনো ব্যক্তি অংশ নিতে পারবেন। নিলামে অংশ গ্রহণকারী হিসাবে নাম রেজিঃ করতে হবে। নিলামে অংশ গ্রহণকারী হিসাবে নিলাম প্রাপ্ত ব্যক্তিকে মূল্যের কমপক্ষে ১০% টাকা তাৎক্ষনিক জামানত হিসাবে দাখিল করতে হবে এবং অবশিষ্ট মূল্য পরবর্তী ০৩ (তিন) দিনের মধ্যে নিলাম কমিটির নিকট দাখিল করতে হবে।
ব্যর্থতায় তার নামীয় নিলাম বাতিল বলে গণ্য হবে এবং জামানত বাজেয়াপ্ত হবে। নিলামে একটি প্রাইভেট কার, একটি টেম্পু, একটি সিএনজি (ইঞ্জিন নাই), একটি টমটম গাড়ি, একটি নসিমন গাড়ি, একটি অটোরিক্সা, একটি সিএনজি গাড়ি, একটি মাইক্রোবাস গাড়ি, একটি সিএনজি গাড়ি, একটি সিএনজি গাড়ি, একটি অটো রিক্সার বডি, একটি প্রাইভেট কার বিক্রয় করা হবে।