এম এ রাজা: হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ৪ হাজার টি নকল ও ব্যান্ডরোলবিহীন আকিজ বিড়ি জব্দ করেছে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
সোমবার (২৯ জুন) বিকেলে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার গোলাম মো. মুনীনের সার্বিক তত্ত্বাবধানে সদর দপ্তরের প্রিভেন্টিভ টিমের সাথে স্থানীয় আবগারী ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তার উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়।
এ সময় হবিগঞ্জের ডেপুটি কমিশনার ছৈয়দুল আলমের নেতৃত্বে আনোয়ারপুর বাইপাসে অবস্থিত এজেআর পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ব্যান্ডরোলবিহীন ১০ লাখ ৪ হাজার টি নকল আকিজ বিড়ি আটক করা হয়। আটককৃত বিড়ির বাজারমূল্য এক লক্ষ টাকা বলে জানা গেছে।