হবিগঞ্জে বিনামুল্যে অক্সিজেন সেবা চালু কার্যক্রমের উদ্বোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 11 August 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বিনামুল্যে অক্সিজেন সেবা চালু কার্যক্রমের উদ্বোধন

Link Copied!

স্টাফ রিপোর্টার :  হবিগঞ্জ বিনামুল্যে অক্সিজেন সেবা চালুর উদ্বোধন করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডঃ সুজন
চৌধুরীর পরিচালনায়, সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে গত মঙ্গলবার (১০আগস্ট) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।

 

 

 

 

ছবি : অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মুশফিক হোসেন চৌধুরী

 

 

 

 

 

এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি আবুল মনসুর, অতিরিক্ত পিপি এডঃ সালেহ আহমদ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক পরিবেশ বিষয়ক সদস্য সেলিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, সাবেক সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, এডঃ মতিন, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, সিনিয়র সহ সভাপতি অমল কুমার দাশ পলাশসহ এতে আরও উপস্থিত ছিলেন, মোতাব্বির খান , রফিকুল ইসলাম রফিক , আব্দুর রউফ , মাখন পাল ,আব্দুল কদ্দুছ দোলাই ।সভা পরিচালনায় – এডঃ সুজন চৌধুরী , যুগ্ম সাধারন সম্পাদক , হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ । যুগ্ম সাধারন সম্পাদক – আহসানুল হক সুজা , আব্দুল আওয়াল দুদু , জাতীয় পরিষদ সদস্য, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ডাঃ বিশ্বজিত , স্বাস্ধসঢ়;হ্য বিষয়ক সম্পাদক , শিরু চৌধুরী , শেখ মিজানুর রহমান মিজান , সাংগঠনিক সম্পাদক , হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাবুল চৌধুরী , সাবেক আহবায়ক , হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ। হোসেইন আহমদ লিটন, সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ সদর স্বেচ্ছাসেবক লীগ। মাহবুবুর রহমান সানি। সভাপতি, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ। পদাংক পাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ। বখতিয়ার আহমেদ অপু, যুগ্ম সাধারন, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ। জামান রাকিব, রাজু শীল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহামারী করোনায় যে কারো মানুষের সেবায় অক্সিজেন সরবরাহ করা হবে।