এমপির ভাতিজা ও ঘনিষ্ঠজনের পরিচয়ে চাঁদাবাজি ও চুরির ঘটনা ঘটেছে হবিগঞ্জ শহরের নতুন স্টেডিয়াম এলাকায়। নির্মাণাধীন স্থাপনা থেকে মোবাইল ফোন জব্দ করে নগদ অর্থ এবং নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনার প্রতিকার ও পুলিশি নিরাপত্তা চেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক দীনেশ চন্দ্র মিস্ত্রি। গত ১৬ অক্টোবর তিনি হবিগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবরে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় সাইদুর রহমান ও তার সহযোগীরা নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রে প্রবেশ করে ৬৮ বস্তা সিমেন্ট, ২৮০ কেজি লোহার রড় এবং কর্মরত শ্রমিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেন।
অভিযুক্ত সাইদুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের মোছাদ্দর আলীর পুত্র ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির বিতর্কিত সাবেক সভাপতি।
সরকারি এমন কর্মপরিকল্পনায় ন্যাক্কারজনক ঘটনায় সমালোচনার ঝড় বইছে শহরজুড়ে। কেউ কেউ বলছেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চলমান উপকেন্দ্রের কাছে চুরি-ছিনতাইয়ের ঘটনাটা সরকারের উন্নয়নমূলক কাজে বিরূপ প্রভাব পড়বে। এর সাথে চরমভাবে আত্মমর্যাদা ক্ষুন্ন হয়েছে আওয়ামী নেতাকর্মীদের।
বাউবি এর প্রকল্প পরিচালক দীনেশ চন্দ্র মিস্ত্রি দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, সংশ্লিষ্ট ঠিকাদারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জের পুলিশ সুপার এবং যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভবিষ্যত নিরাপত্তার জন্য পুলিশি নিরাপত্তা চেয়েছি আমরা। আইন প্রয়োগকারী সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ আছে।
মিডিয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট ঠিকাদার (এনার্জিপ্যাক) দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, সময়ে-অসময়ে আমাদের কাছে বড় অঙ্কের টাকা দাবী করতঃ সাইদুর। ইতোমধ্যে ৫ লাখ টাকা দেয়া হয়েছে তাকে। এ
মপির ভাতিজা এবং ক্ষমতাসীন দলের লোক হওয়ার সুবাদে নিরবে সহ্য করেছি আমরা। এর আগে একাধিকবার আমাদের শ্রমিকদের মারপিট করেছেন তিনি।
বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানাননি কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একবার হবিগঞ্জ সদর থানার ওসিকে জানিয়েছি। লিখিত অভিযোগ পেলে ওনারা আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছিলেন।
উল্লেখ্য, এর আগে একই ব্যক্তির বসত বাড়ি থেকে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার করে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি টীম। এ ছাড়াও মোবাইল ফোন এবং ক্যামেরা ছিনতাইয়ের পৃথক আরেকটি মামলায় হবিগঞ্জ যুগ্ম ও জেলা দায়রা জজ (দায়রা ৭১৪/২২) আদালতে সাক্ষ্য গ্রহন চলছে সাইদুর রহমানের বিরুদ্ধে।