পলাশ পাল : হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদুৎ বিল বকেয়ার কারণে সংযোগ বিছিন্ন অভিযান পরিচালনা করা হযেছে । অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম জেলা দায়রা জজ আবদুল হালিম। মঙ্গলবার(২৩নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংণ নেন উপসহকারী প্রকশলী ইমাম হোসেন, সহকারী প্রকশলী আনসার আলী ও নির্বাহী প্রকশলী আবদুল মজিদ।
হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার, অনন্ত পুর, গোবিন্দ পুর,পাথরিয়া উমেদনগর, এসব এলাকায় বকেয়া থাকার কারণে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে মামলা দেওয়া হয়।
এসময় যুগ্ম জেলা দায়রা জজ আবদুল হালিম দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, বকেয়া ও অবৈধ সংযোগ কারণে বিদ্যুৎ সংযোগ কেটে মামলা দেওয়া হয়েছে। অবৈধ সংযোগ ও বকেয়ার ব্যাপারে আমরা কঠিন অবস্থানে আছি। সবাই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলে লাইন কাটার প্রয়োজন হবে না।