হবিগঞ্জে বিদ্যুৎ অফিসের মোবাইল কোর্ট পরিচালনা : সংযোগ বিচ্ছিন্ন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 23 November 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বিদ্যুৎ অফিসের মোবাইল কোর্ট পরিচালনা : সংযোগ বিচ্ছিন্ন

Link Copied!

পলাশ পাল  :  হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদুৎ বিল বকেয়ার কারণে সংযোগ বিছিন্ন অভিযান পরিচালনা করা হযেছে । অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম জেলা দায়রা জজ আবদুল হালিম। মঙ্গলবার(২৩নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংণ নেন উপসহকারী প্রকশলী ইমাম হোসেন, সহকারী প্রকশলী আনসার আলী ও নির্বাহী প্রকশলী আবদুল মজিদ।
হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার, অনন্ত পুর, গোবিন্দ পুর,পাথরিয়া উমেদনগর, এসব এলাকায় বকেয়া থাকার কারণে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে মামলা দেওয়া হয়।

ছবি : হবিগঞ্জে বিদ্যুত অফিসের সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে

এসময় যুগ্ম জেলা দায়রা জজ আবদুল হালিম দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, বকেয়া ও অবৈধ সংযোগ কারণে বিদ্যুৎ সংযোগ কেটে মামলা দেওয়া হয়েছে। অবৈধ সংযোগ ও বকেয়ার ব্যাপারে আমরা কঠিন অবস্থানে আছি। সবাই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলে লাইন কাটার প্রয়োজন হবে না।