স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়ুন আহমেদ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন আহমেদ জয়নগর গ্রামের ছাবু মিয়ার ছেলে ও চান্দপুর মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে হুমায়ুন জয়নগর বাজারে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের মধ্যে হাত দিয়ে দেয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক দেবাশীষ দাশ।