হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 20 May 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু

Link Copied!

আক্তার হোসেন  :  হবিগঞ্জ সদরে ২নং পুল এলাকয় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা যায়,বৃহস্পতিবার(২০মে) বেলা ১১ টায় পশ্চিম তেঘরিয়া ভাড়াটিয়া বাসায় বসবাস রত দিনমজুর গিয়াস উদ্দিনের পুএ সাইদুর পাসপোর্ট অফিসের পাশে একটি আমগাছের উপরে উঠে আম পাড়তে গেলে আমগাছের উপরে থাকা বিদ্যুতের তাঁরে জড়িয়ে পড়ে। এতে তার শরীর অনেক অংশ জলসে যায়।

পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে কিশোর সাইদুর।