হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু আহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 4 April 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু আহত

Link Copied!

আব্দুল আউয়াল, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে (৪ মার্চ) শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উত্তম রবি দাস (১০) নামের এক শিশু গুরুতর আহত হযেছে। বিকাল ৪.৩০ এর দিকে একটি ভবনের ছাদের ওপর বৈদ্যুতিক তারের সঙ্গে তার হাত লেগে গেলে এ ঘটনা ঘটে।

ছবি : বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে উত্তম রবি দাস

আহত উত্তম রবি দাস হবিগঞ্জ শহরের শায়েস্তানগর গ্রামের সূর্যমূখী আবাসিক এলাকার রবিদাস পাড়ার গৌতম রবি দাস এর সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বাবা গৌতম রবিদাস তেঘরিয়া করবস্থান সংলগ্ন একটি ভবনে ইট ভাঙ্গার কাজ করেন। ঐ ভবনে তার ছেলে তাকে দেখতে আসছিল। তারপর ছাদে উঠার পর অন্য এক শিশুর সাথে খেলা করার সময় অসাবধানতাবশত তার হাত ওপরের দিকে বিদ্যুতের তাঁরের সঙ্গে হাত লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুহূর্তের মধ্যে তার শরীর ঝলসে যায়।

স্থানীয়রা তাকে দ্রুত হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।