সৌমিত্র দাস : হবিগঞ্জ শহরের পৌর এলাকার ৩নং ওয়ার্ডের রেল লাইন সংলগ্ন নাতিরপুর এলাকায় বিদ্যুতের মেইন লাইনটি স্থাপন করা হয়েছে যা অত্যন্ত ঝুকিপুর্ন। অথচ এই লাইনটির পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত করছে প্রায় পাঁচ শতাধিক পথচারী। খুব আতংকের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের।
শুধু তাই নয়, অনেক সময় লক্ষ্য করা যায় শিশুদের খেলাধুলার স্থানও এই বিদ্যুৎ লাইনের পাশে। নেই কোন সাবধানতা। যেকোন সময় ঘটতে পারে ভয়ানক দুর্ঘটনা। গত সোমবার(১৮অক্টেবর) সরেজমিনে গিয়ে এ দৃশ্য লক্ষ্য করা যায়। এসময় ওইএলাকার বাসিন্দা মাসুক মিয়া নামে একজন সচেতন ব্যক্তি দৈনিক আমার হবিগঞ্জেের এই প্রতিনিধিকে জানান, দীর্ঘদিন যাবত আমরা এলাকাবাসীসহ পথচারীরা বিপাকে।
বিদ্যুৎ কর্তৃপক্ষ কে সংস্কারের জন্য বারবার তাগিদ দেওয়ার পরেও আজ পর্যন্ত এর কোন সফলতা পাওয়া যায়নি। তাই লাইনটি দ্রুত সংস্কারের জন্য বিদুৎ কর্তৃৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ওই এলাকার সচেতন বাসিন্দারা।