হবিগঞ্জে দীর্ঘ ৭ ঘন্টা বিদ্যুৎ বিহীন থাকায় রাস্তা অবরোধ করেছে স্থানীয়রা। শুক্রবার (১৩সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে তারা রাস্তা অবরোধ করেন। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
জানা যায়, শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুর ১ টা থেকে শহরের রাজনগর ফিটারে আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে তিব্র গরমে অতিষ্ঠ হয়ে যান ওই এলাকার বাসিন্দারা। পরবর্তীতে রাত ৮ টার দিকে তারা রাস্তা অবরোধ করেন।
বিদুৎ অফিস থেকে জানা যায়, ৩৩ কেবি লাইনে সমস্যা হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে বিদুৎ সরবরাহ বন্ধ আছে। সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ অফিস লোকজন চেষ্টা করে যাচ্ছেন। ইতি মধ্যে বিকাল সাড়ে ৪ টার গিয়ে শায়েস্তানগর এলাকায় বিদুতের কাজ করতে গিয়ে একজন বিদ্যুৎ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।