হবিগঞ্জে বিচারকের বাসায় চুরির ঘটনায় আটক ২ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 7 April 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বিচারকের বাসায় চুরির ঘটনায় আটক ২

এম এ রাজা
April 7, 2024 10:10 am
Link Copied!

হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ সাইফুল রহমান এর বাসায় চুরির ঘটনায় দুই চোরকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গত শুক্রবার (৫এপ্রিল) রাত ১১ টার দিকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হল শহরের উত্তর শ্যামলীর বাসিন্দা মৃত রহমত আলীর ছেলে মোঃ শোয়েব হোসেন বাধন (২২), নিউ মুসলিম কোয়াটার গোসাইপুর এলাকার বাসিন্দা নুর মোহম্মাদের ছেলে মোঃ রিপন মিয়া (২৩)। পুলিশের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেফতারের পর আসামিরা উক্ত ঘটনায় জড়িত থাকায় বিষয়টি স্বীকার পূর্বক বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। অভিযানে অংশগ্রহণ করেন হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মোঃ ওমর ফারুক সরকার, এএসআই ইয়াছির আরাফাত চৌধুরী সহ একদল পুলিশ সদস্য।

জানা যায় গত ২৯ মার্চ রাত ১১ টার দিকে পুরান মুন্সেফী এলাকায় সিনিয়র সহকারী জজ সাইফুর রহমান এর বাসার জানালার গ্রীল কেটে অজ্ঞাতনামা চোরেরা চুরি করার জন্য বাসার ভিতরে প্রবেশ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা ওর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরির ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৮/১০ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় আছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।