হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জেলা ও দায়রা জজ এমএলবি মেছবাহ উদ্দিন আহমেদ এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অপরাধ), জনাব শৈলেন চাকমা সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর-রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুলসহ জেলা পুলিশের বিভিন্ন বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। বিদায়ী অতিথিগণকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।