হবিগঞ্জে বিকেন্দ্রীভূত উন্নয়ন কর্মপরিকল্পনা ওরিয়েন্টেশন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 16 March 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বিকেন্দ্রীভূত উন্নয়ন কর্মপরিকল্পনা ওরিয়েন্টেশন

Link Copied!

সৈয়দ সালিক আহমেদ :  হবিগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে বিকেন্দ্রীভূত উন্নয়ন কর্মপরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬মার্চ) সকাল ১০টায় জেলা পরিষদ কনফারেন্স রুমে ইউএসএআইডি-র অর্থায়নে মামানি এমএনসিএস প্রকল্পের সহায়তায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান। সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান,  সহাকরী পরিচালক পরিবার পরিকল্পনা মীর সাজেদুর রহমান, ডিসট্রিক্ট কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা প্রমুখ।

ছবি : হবিগঞ্জে বিকেন্দ্রীভূত উন্নয়ন কর্মপরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে

বক্তাগণ বলেন, হবিগঞ্জ জেলা মাতৃ স্বাস্থ্য উন্নয়নে অনেক ধাপ এগিয়ে গেছে, সেই ধারাবাহিকতাকে ধরে রাখতে হলে আমাদেরকে স্থানীয় সরকারসহ সকল পর্যায়ের সাথে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিষয় ভিত্তিক প্রতিবেদন উপস্থাপনা করেন সেইভ দা চিলড্রেন এর  ম্যানেজার জেলা বাস্থবায়ন রওশনআরা বেগম, ম্যানেজার এমআইএস শাকিল আহমেদ খান।
এছাড়াও জেলা ও উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।