জি কে ইউসুফ : হবিগঞ্জ সদর উপজেলার পোদ্দারবাড়ীতে অবস্থিত বিএডিসি’র জেলা বীজ বিক্রয় ও বিপণন কেন্দ্রে গ্রামের অসহায় নিরীহ শ্রমজীবী কৃষকদের কাছ থেকে বীজের বিপরীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা রাখার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, কৃষকদের কাছ থেকে রাখছেন সরকারী মূল্যের চেয়ে বাড়তি টাকা এবং সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন ভাবে কৃষকরা প্রতারিত হচ্ছেন। এমনই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা। সাংবাদিক টিম এরকম অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করে। সেখানে অসহায় কৃষকদের কাছ থেকে প্রতিনিয়ত ন্যায্য মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে আমন ধানের বীজ সেই অভিযোগ দীর্ঘদিনের। সরেজমিনে দেখা যায় ব্রি ধান ৩৯ বীজের মূল্য ২৯০টাকা এবং ব্রি ধান ৪৯ এর মূল্য ৩০০টাকা কিন্তু কৃষকদের কাছ থেকে রাখা হচ্ছে ৪০০ টাকা যা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশী। পছন্দের বীজ চাইলেই শুনতে হচ্ছে বীজের সংকট, গুনতে হচ্ছে বাড়তি টাকা। এভাবেই সংকট দেখিয়ে বীজের দাম রাখছেন চড়া মূল্যে। এভাবে অন্যান্য জাতের বীজে ও রাখা হচ্ছে বাড়তি টাকা। যারা বাড়তি টাকা দিতে পারছেন তারাই কেবল বীজ নিতে পারছেন। তবে তাদের সাথে কৌশলে ধরিয়ে দেওয়া হচ্ছে অন্য মৌসমী ফসলী তরকারি বীজ যাতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এমনি অভিযোগ করেছেন কৃষক আরব আলী, গিয়াস উদ্দীন এবং ইকবাল মিয়াসহ অসংখ্য কৃষকেরা। তারা প্রতিবেদককে জানান, আমরা কয়েক দিন বীজের জন্য (২য় পাতায় দেখুন) আসলে সেখানে কর্তব্যরত ব্যক্তি আমাদের জানান বীজ নেই। আমরা নিরুপায় হয়ে বাড়িতে ফিরে চলে যাই। কিন্তু আজ আমরা বীজের আশায় অফিসে আসলে ও সেই একই কথা বলা হয়। কিন্তু আমরা হাল না ছেড়ে বীজ নিয়ে বাড়িতে ফিরব সেই আশা বুকে বেধে রয়ে যাই। পরে তাদের সিন্ডিকেটের মাধ্যমে তাদের অফিস থেকে প্রতি ১০ কেজি বস্তার মূল্য রাখা হয় ৪০০ টাকা যেখানে সরকারী তালিকায় মুল্য নির্ধারিত আছে ২৯০ টাকা সেই হিসাবে ৩ বস্তার মূল্য হয় ৮৭০ টাকা কিন্তু আমাদের কাছ থেকে রাখা হয় ১২০০ টাকা। এভাবে প্রতিনিয়ত অসংখ্য কৃষকদের কাছ থেকে রাখা হচ্ছে বাড়তি টাকা। সেই একই অবস্থা বিএডিসি অফিসের সামনে রাজা মিয়ার বীজ ঘর নামক ডিলার দোকানের।
কৃষকরা যখন অফিসে বীজ পাচ্ছেন না তখন উৎ পেতে বসে আছেন রাজা মিয়া। তখন বাধ্য হয়ে কৃষকরা বাড়তি দামে বীজ কিনতে হচ্ছে তার বীজ ঘর নামক কথিত দোকান থেকে। এ ব্যাপারে রাজা মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি কৌশলে অভিযোগ গুলো এড়িয়ে যান।
এ ব্যাপারে তাদের কাছে মেমো আছে কি না জানতে চাইলে জবাবে কৃষকরা বলেন, আমাদেরকে কোন মেমো দেওয়া হয় নাই এবং নাম টাম কিছুই লাগেনি।
কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে জেলা সিনিয়র সহকারী পরিচালক ( বীজ বিপণন, ভারপ্রাপ্ত ) মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তাড়াহুড়ো করার কারণে অনেক সময় মেমো দেওয়া হয়না।
কিন্তু বাস্তবে ঐ তারিখে সরকারী মাস্টার রোলেও তাদের নাম খুঁজে পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে প্রশাসনিক ব্যবস্থার জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অসহায় দিনমজুর কৃষকেরা।