স্টাফ রিপোর্টার,হবিগঞ্জ : ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়’’ প্রতিটি মানুষের জীবন মূল্যবান। সড়ক মহাসড়কে গাড়ী চালানোর সময় গ্রতি প্রতিযোগিতা না করে প্রতিটি মানুষের জীবনকে মূল্যবান মনে করে গাড়ী চালাতে হবে। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি প্রতিযোগিতার মনোভাব পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ট্রাফিক সিগনাল সর্ম্পকে আরো জ্ঞান অর্জন করতে হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় যুব উন্নয়ন কনফারেন্স রুমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) হবিগঞ্জ কর্তৃক আয়োজিত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অথিতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিক্ষা ও আইসিটি মর্জিনা আক্তার একথা বলেন।
উপ-পরিচালক মোঃ নুরুজ্জামানের সভাপতিত্ত্বে এবং মটরযান পরিদর্শক শরফ উদ্দিন আকন্দের সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মে ইসরাত, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ বাধন আচার্য্য, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফখর উদ্দিন, ট্যাফিক ইন্সপেক্টর মোহাম্মদ তুহিন আহমদ প্রমুখ।
ছবি সংযুক্ত।