হবিগঞ্জে বাসদের গেট টুগেদার অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 1 October 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বাসদের গেট টুগেদার অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) শহরের বদিউজ্জামাল খান সড়কস্থ সাম্পান চায়নিজ রেস্তোরাঁয় প্রবীণ বাসদ নেতা এবং তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হবিগঞ্জ জেলার সদস্য সচিব কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলীর সভাপতিত্বে দিনব্যাপী এ গেট টুগেদার অনুষ্ঠিত হয়।

বাসদ হবিগঞ্জ জেলা বর্ধিত ফোরামের সদস্য তৌহিদুর রহমান পলাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ বাসদ নেতা কমরেড আবুল কালাম, বাসদ হবিগঞ্জ জেলার সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, যুক্তরাষ্ট্র প্রবাসী বাসদ নেতা কমরেড আহমেদ আলী, বাসদ নেতা কমরেড হুমায়ুন খানসহ বাসদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিজ্ঞান আন্দোলন মঞ্চসহ বিভিন্ন সংগঠনের সাবেক ও বর্তমান নেতা-কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সুস্থ হয়ে উঠা প্রবীণ বাসদ নেতা কমরেড আবুল কালামকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।

কমরেড আবুল কালাম বাসদ কেন্দ্রীয় কার্যালয় ভবন নির্মাণ কাজে সামিল হওয়ার জন্য জেলা বাসদের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে এক লক্ষ টাকা অনুদান প্রেরণ করেন।