হবিগঞ্জে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 18 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

Link Copied!

 

এফএম খন্দকার মায়া : হবিগঞ্জে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর উপস্থিতির মাধ্যমে এই বিশেষ কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

 

                  ছবি: প্রশিক্ষনে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।

 

জানা যায়, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সকল সরকারি দপ্তর সমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা,সুশাসন সংহতকরণে ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করণ ও যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তাবৃন্দের বিশেষ পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হয়।

এ সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।