সদর প্রতিনিধি : মহান মে দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলা বামজোট স্থানীয় আরডি হল সড়কে মে দিবসের কর্মসূচি পালন করে। শুক্রবার(১ মে) এসব কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে বক্রব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী,জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ,বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম। সভায় বক্তাগন বলেন করোনা মহামারীতে বাংলাদেশে কোন শ্রমিকই সুরক্ষিত নয়।
৭০ লক্ষ গার্মেন্টস শ্রমিক, ৬০ লক্ষ পরিবহণ শ্রমিক,২০ লক্ষ দোকান কর্মচারী ও হোটেল রেস্তোরা শ্রমিকসহ সকল কলকারখানার শ্রমিক মানবেতর জীবন-যাপন করছে। গার্মেন্টস শ্রমিকদের অনেকেই এখনও মার্চ-এপ্রিল মাসের বেতন পায়নাই।ঘরে খাবার নেই। মানুষ রাস্তায় রাস্তায় খাবারের জন্য অপেক্ষা করছে। অথচ সাধারণ মানুষের খাবার লুটপাট হচ্ছে। মনে রাখতে হবে দেশের ৯০ ভাগ মানুষই শ্রমিক। শ্রমিক ঐক্যবদ্ধ হলে অনেকক নেতানেত্রী সহ লুটেরা ব্যাবসায়ী শিল্পপতিদের বিলাসী জীবন-যাপন থাকবে না। তাই শ্রমিকদেরকে সম্মান-মর্যাদা ও তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিন। নতুবা একদিন শ্রমিকরাই রাষ্ট্র-ক্ষমতা দখল করবে