ঢাকাMonday , 20 November 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বামজোটের বিক্ষোভ

Link Copied!

১৬ নভেম্বরের হরতালে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে এবং নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে হবিগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের আরডি হল প্রাঙ্গনে ও বাইপাস সড়কের আনোয়ারপুর পয়েন্টে পৃথক দু’টি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উভয় সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোট হবিগঞ্জ জেলার নেতা ও জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী।

বামজোট নেতা ও বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার প্রধান সংগঠক কমরেড শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলার সমন্বয়ক ও বাম জোট নেতা অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, সিপিবি নেতা আজমান আহমেদ, রঞ্জন রায়, বাসদ (মার্কসবাদী) নেতা সামছুর রহমান, জেলা উদীচীর সভাপতি বন্ধু মঙ্গল রায় প্রমূখ।