স্টাফ রিপোর্টার: ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তির দিনে হবিগঞ্জে “কালো দিবস” পালন করেছে বামজোট। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তাদের ভাষায় “ভোট ডাকাত” সরকারের পদত্যাগের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালো পতাকা হাতে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা ।
বুধবার (৩০ডিসেম্বর) সকাল ১১ টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়। জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী)’র নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ নেতা হুমায়ুন খান, চৌধুরী ফয়সল শোয়েব, সিপিবি নেতা ইমদাদুল হোসেন খান, মহিবুন্নুর চৌধুরী ইমরান, রনজিত সরকার, আহাদ মিয়া, রফিকুল ইসলাম, শৈলেন সরকার, উদীচী নেতা জয়দীপ দাশ প্রমূখ।