হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। মঙ্গলবার (৭ নভেম্বর) সংগঠনটির জেলা শাখার উদ্যোগে শহরের আরডি হল প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার, ২৫ হাজার টাকা মজুরি ঘোষণা ও শ্রমিকদের উপর হামলা, মামলা, নির্যাতন, ছাঁটাই বন্ধ, নিহত শ্রমিকদের পরিবারকে এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রমিকনেতা শংকর শূক্লবৈদ্যের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতা সামছুর রহমান, আরব আলী, রইছ আলী, ইসমাইল হোসেন মিন্টু ও আব্দুল মজিদ।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হবিগঞ্জ জেলার প্রধান সংগঠক জাফর আলী, গনি মিয়া প্রমূখ।
এছাড়া সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন জীবন রবিদাস, রঞ্জু রবিদাস, সুমন্ত রবিদাস, মস্তো মিয়া, মজিবুর রহমান, মিজান মিয়া।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার দর অনুযায়ী একটা শ্রমিক পরিবার ২৫ হাজার টাকা মজুরির কমে কোনোভাবেই চলতে পারে না। বর্তমান মজুরি মাত্র ৮২০০ টাকা যা সারা বিশ্বে সব চেয়ে কম মজুরি।
২৫ হাজার টাকার দাবিতে চলমান আন্দোলনে গুলি চালিয়ে রাসেল হাওলাদার ও ইমরান হোসেনকে হত্যা করা হয়েছে। দুই জন গুলিবিদ্ধ নারী শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। অসংখ্য শ্রমিক আহত হয়েছেন। শ্রমিক নেতৃবৃন্দদেরকে হামলা, মামলা নির্যাতন ও ছাঁটাই করা হচ্ছে।
শুনা যাচ্ছে মঙ্গলবার (৭নভেশ্বর) মজুরি বোর্ড ১২৫০০ টাকা মজুরি ঘোষনা করেছে যা গার্মেন্টস শ্রমিকগণ প্রত্যাখ্যান করেছে।
আমরাও গার্মেন্টস শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা এবং হত্যার শিকার শ্রমিকদের পরিবারকে এক জীবনে আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি করছি। হামলাকারি খুঁনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।