তারেক হাবিব, হবিগঞ্জ : প্রতি বছরের মতো এবারও হবিগঞ্জে বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (৭ মার্চ) হবিগঞ্জ জালাল স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী নানান আয়োজনের মাধ্যমে গান-বাজনার পাশা-পাশি চলে পিঠে-পুলির আয়োজন। আর ঘুড়ি-নাটাই নিয়ে দুরন্তপনা প্রতিযোগীতা। মাঠে বসে পিঠা ও ঘুড়ি নাটাইয়ের স্টল।হবিগঞ্জের দুই শূণ্য শূণ্য ছয় পরিবার এই বসন্ত বরণ ও ঘুড়ি উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য এডকোটে আবু জাহির আরও উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক শামীম আহসান, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহিদ উদ্দিন চৌধুরী, মেয়র মিজানুর রহমান মিজান, শ্রমিকলীগ নেতা ও অগ্রনী ব্যাংকের সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদীন রাসেল প্রমুখ। ঘুড়ি উৎসবে সভাপতিত্ব করেন দুই শুন্য শুন্য ছয় এর সভাপকি আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।