এফ এম খন্দকার মায়া : হবিগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জ।
শনিবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জানা যায়, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তাঁর জীবনীর উপর ভিত্তি করে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক জনাব নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব উম্মে ইসরাত, হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, জেলা প্রশাসন হবিগঞ্জের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ।