এফ এম খন্দকার মায়া :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে দেশব্যাপী এই অনুষ্ঠানে সরাসরি অনলাইন সম্প্রচারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন শেষে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমপি। দীর্ঘ আলোচনা শেষে দেশব্যাপী এই পুরস্কার বিতরণ কার্যক্রম উদ্বোদন করেন প্রধানমন্ত্রী।
এসময়ে হবিগঞ্জ জেলা থেকে- হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান ও হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সাংসদ এডভোকেট আবু জাহির সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগন অংশ গ্রহন করেন।
এ ছাড়াও দেশে সকল জেলা থেকে স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসক সহ সকল কর্মকর্তাগন অংশ গ্রহন করেন।