ঢাকাSunday , 19 November 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে প্রাইভেট চিকিৎসা বন্ধের ঘোষণা

Link Copied!

জরায়ু কেটে ফেলা, পেটের দুটি টিউমারের বদলে একটি টিউমার অপারেশন, অপারেশন শেষে কিডনিও পাওয়া যায়নি। প্রথমে দি জাপান বাংলাদেশ হাসপাতালে চিকিৎসা পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা নামের মহিলার মৃত্যু হয়।

মৃত্যুর পর নানান অভিযোগ নিয়ে আদালতে মামলা হয়। পরে অভিযুক্ত ডাঃ এসকে ঘোষ সহ চারজন উচ্চ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এরই প্রতিবাদে হবিগঞ্জের প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান না করার জন্য ধর্মঘট (কর্মবিরতি) ডেকেছেন চিকিৎসকরা।

এ বিষয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক বলেন বিষয়টি আমিও বিকেলে জেনেছি এরপর হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানে আমরা আরও গুরুত্ব দিচ্ছি যাতে করে কেউ সেবা বঞ্চিত না হয়।

এছাড়া আমরা এই ধরনের ধর্মঘটের বিরুদ্ধে। বিষয়টি সমাধানের জন্য আমি জেলা প্রশাসকের সাথে আলোচনা করেছি আগামীকাল একসাথে বিষয়টা সমাধান করার চেষ্টা করব।

বক্তব্যের জন্য বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)’র সভাপতি ডাঃ মুসফিক হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান উজ্জলের মোবাইলে একাধিক বার কল করলেও তারা রিসিভ করেননি।