রায়হান উদ্দিন সুমন : হবিগঞ্জে করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (১ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

ছবি : সহায়তা তুলে দিচ্ছেন জেলা প্রশাসক ইশরাত জাহান
বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী প্রমুখ। এ সময় ১শ অসহায় দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান করা হয়।