স্টাফ রিপোর্টার ।। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে কর্মহীন, চাকরি হারানো বা বেতন না পাওয়া হবিগঞ্জের অসহায় ২৬ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা। তাদের প্রতিজনকে এককালীন ১০ হাজার টাকার চেক দেয়া হয়েছে।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ অসহায় হত দরিদ্র ২৬ জন সাংবাদিকের হাতে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক তুলে দেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারির শুরু থেকে সব শ্রেণী-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। একদিকে করোনা মোকাবিলায় যেমন কাজ করছেন, অপরদিকে দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য প্রণোদনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এ পর্যন্ত সাত কোটিরও বেশি মানুষ সরকারি সহায়তার আওতায় এসেছে। পাশাপাশি করোনাকালে অসহায় সাংবাদিকদেরও বিশেষ সহায়তা দিয়ে আসছেন তিনি। করোনার এই পরিস্থিতিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। হবিগঞ্জে যারা এই সহায়তা পেয়েছেন তারা হলেন, মোহাম্মদ নাহিজ, মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, নুরুজ্জামান চৌধুরী শওকত, হাফিজুর রহমান নিয়ন, নির্মল ভট্রাচার্য রিংকু, সুকান্ত, আবু হাসিব খান পাভেল, শরীফ চৌধুরী, এসএম সুরুজ আলী, মোহাম্মদ নুর উদ্দিন, সৈয়দ মশিউর রহমান, মীর কাদির, নজরুল ইসলাম, মিজান ইব্রাহিম, মুজিবুর রহমান, মোহাম্মদ শাহ আলম, সালাম চৌধুরী প্রমুখ।