ঢাকাSaturday , 11 April 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত

Link Copied!

তারেক হাবিব :  হবিগঞ্জে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তিনি নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে এলাকায় একটি প্রাইভেট কার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার দেশের বাড়ি পার্বত্য চট্টগ্রাম এলাকায়।

গত এক সপ্তাহ আগে নারায়নগঞ্জ থেকে হবিগঞ্জের যাত্রী নিয়ে আসার সময় চেকপোস্টে পুলিশ তাকে আটক করে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে পাঠায়।সেখান থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠনো হয়।

হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা: শামীমা আক্তার দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, আক্রান্ত ব্যাক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসছে। আক্রান্ত ব্যক্তির চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আক্রান্ত ব্যক্তির নাম জানাতে অনিহা প্রকাশ করেছেন সদর হাসপাতালের আরএমও ডা: শামীমা আক্তার।