হবিগঞ্জে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 9 November 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

Link Copied!

স্টাফ রিপোর্টার  :   প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (৮নভেম্বর) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে প্রীতি সমাবেশ, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । প্রথম আলোর বন্ধুসভার সদস্য আসিফ হোসেন অন্তুর ও সামিয়া এ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, লেখক ও কবি তাহমিনা বেগম গিনি।

 

 

 

 

 

 

 

 

 

 

ছবি : প্রথম আলোর পক্ষ থেকে গুণীজন সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হচ্ছে প্রবীণ সাংবাদিক মনসুল উদ্দিন আহমেদ ইকবাল এর হাতে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানে গুণীজন সম্মাননা দেওয়া হয়, বিশিষ্ট সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও পরিবেশবাদী নেতা তোফাজ্জল সোহেলকে। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, আইনজীবী আছমা আনছারী ও অকেয়া হক জেবু, এবং বাহুবল কলেজের প্রভাষক হারুনুর রশিদ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

ছবি : প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঞ্চে উপস্থিত অতিথিসহ বন্ধু সভার সদস্যবৃন্দ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আলোচনা শেষে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান গেয়ে শোনান তার প্রধান শিষ্য বাউল আবদুর রহমান। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন ।