সদর প্রতিনিধি : শহরতলীর রায়ধর গ্রামে অনলাইনে প্রতারণার মাধ্যমে গরু হাতিয়ে নেয়ার অভিযোগে সালাউদ্দিন ও শহিদ নামের দুই প্রতারক কে আটক করেছে পুলিশ ।

ছবি : আটককৃত গরু
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানিকগঞ্জের শিমলা গ্রামের খোরশেদ আলমের কাছ থেকে অনলাইনের মাধ্যমে দুটি ষাঁড়, দুই লাখ চল্লিশ হাজার টাকা সাব্যস্ত করে সালাউদ্দিন । পরে সালাউদ্দিনের কথিত লন্ডনী চাচার জন্য গরুর মালিককে টাকা গ্রহনের জন্য পিকআপ যোগে গরুসহ রায়ধর গ্রামে শহিদ মিয়ার বাড়িতে নিয়ে আসে । পরে তাদেরকে টাকা না দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই খোরশেদ আলমের নেতৃত্বে গরুসহ তাদের কে আটক করে থানায় নিয়ে আসা হয়। এসময় ঐ প্রতারণা চক্রের মূলহোতা কথিত লন্ডনী আঃ আওয়াল পালিয়ে যায় ।