হবিগঞ্জ চারুকলা একাডেমি আয়োজন করেছে প্রকৃতি ও জীবন” শীর্ষক দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী। বুধবার (৯ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ চারুকলা একাডেমির ক্যাম্পাসে প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি, মাতৃছায়া স্কুলের অধ্যক্ষ বন্ধু মঙ্গল রায়, শব্দকথা প্রকাশনের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, গহীনপুরের কর্ণধার চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ চারুকলা একাডেমির অধ্যক্ষ আশীষ আচার্য্য।
উক্ত অনুষ্ঠানে মাসিক মূল্যায়নের সনদপত্র ও পুরস্কার বিতরণের পর চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ কারী চিত্রশিল্পীদের সনদপত্র প্রদান করা হয়। শিশু শিল্পীরা ১মাস ব্যাপী তাদের সৃষ্টিশীল চিন্তা গুলির মাধ্যমে প্রকৃতি এবং জীবনের মধ্যকার অবিচ্ছেদ্য সম্পর্ক নানান রঙে তুলে ধরেন তাদের ক্যানভাসে। এই প্রদর্শনীতে আপনি দেখতে পারবেন শিশু শিল্পীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও কৌশলের মাধ্যমে প্রকৃতি ও জীবনের নানান রকম শিল্পকর্ম। প্রতিটি শিল্পকর্মই প্রকৃতির সৌন্দর্য, জীবনের বৈচিত্রের বিভিন্ন দিক তুলে ধরে হবিগঞ্জ চারুকলা একাডেমির শিশু শিল্পীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বন্ধু মঙ্গল রায় বলেন, “প্রকৃতির মাঝে বৈচিত্র্য আছে বলেই একটি ছবির সাথে অন্যটির মিল নেই। আর এই কারণে আমরা প্রকৃতিকে প্রতিদিন নতুনভাবে উপভোগ করি”।
বিশেষ অতিথি মনসুর আহমেদ বলেন, ‘অবসর সময় বই পড়বেন। এখানেও একটা জীবন আছে। এই জীবনের সাথে এই জীবনের (প্রকৃতির) একটা মিল পাবেন”।