হবিগঞ্জে প্রকাশ্য ধূমপান ও মাস্ক না পরার কারনে অর্থদন্ড প্রদান  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 17 September 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে প্রকাশ্য ধূমপান ও মাস্ক না পরার কারনে অর্থদন্ড প্রদান 

Link Copied!

এম.এ.রাজা।।  সরকারি বিধি নিষেধ অমান্য করে পাবলিক প্লেসে ধূমপান ও করোনা কালীন সময়ে মাস্ক না পরে বাহিরে বের হওয়ার জন্য। মোবাইল কোর্টের মাধ্যমে ৮ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এর মধ্যে প্রকাশ্য ধূমপান করার কারণে ১ জনকে দুইশত টাকা নগদ অর্থদণ্ড এবং ৭ জনকে করোনা কালীন সময়ে মুখে মাস্ক না পড়ে বাহিরে ঘোরাফেরার জন্য ১শত টাকা করে জরিমানা করা হয়েছে।

ছবি : অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা

১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ মুখের গেইটে উত্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় সাধারণ মানুষকে পাবলিক প্লেসে ধূমপান না করা ও বাহিরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরার জন্য সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। মোবাইল কোর্টটি পরিচালনায় সহযোগিতা করেন হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা।