হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মানুষখেকো বলে পরিচিত অফ্রিকা ও থাইল্যান্ডের
নিষিদ্ধ মাছ পিরানহা। থাই রূপচাঁদা বা সামুদ্রিক চান্দা মাছ ভেবে কিনে প্রতারিত হচ্ছে হবিগঞ্জ শহরের সাধারণ মানুষ। তাছাড়া ছোট আকারের আফ্রিকান মাগুর মাছও দেশি মাগুর মাছ বলে বিক্রি করতে দেখা গেছে ওই বাজারে।
সরেজমিনে দেখা গেছে, হবিগঞ্জ শহরের খোয়াইমূখ এলাকার কাচাঁবাজারের পাশে বাজারে প্রচুর মাছ
পাওয়া যায় বলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মাছ কিনতে আসে শত শত মানুষ।
নানা প্রজাতির ছোট-বড় মাছের সাথে এখানে বিক্রি হয় সামুদ্রিক ও চাষের মাছ। আর চাষ করা মাছেই একটি প্রজাতি এই পিরানহা। এই মাছের প্রধান বৈশিষ্ট্য হল এর ছোট শক্তিশালী চোয়াল।
এর দুই পাটিতে ত্রিশূলের মতো দাঁত এতোটাই ধারালো যে শিকারের দেহ এক নিমেষে ছিন্নভিন্ন করে দিতে পারে। চৌধুরী বাজার ছাড়াও জেলার বিভিন্ন হাঠবাজারে প্রতিটি প্রান্তে, ছোট-বড় বাজারে এবং ফেরী করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এ নিষিদ্ধ মাছ।
দামে কম এবং দেখতে সুন্দর মাছের ক্রেতারা অধিকাংশই গরীব এবং অতি সাধারণ মানুষ। অনেকে জানে না এটা মানুষখেকো নিষিদ্ধ মাছ।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক জানান, আমরা পাইকারি আড়ৎ থেকে প্রতিদিন মাছ কিনে এখানে বিক্রি করি। অন্য কোন মাছ না পেলেই আমরা এই মাছ নিয়ে আসি। এ মাছের ক্রেতা সব স্বল্প আয়ের লোক। বড়লোকরা এই মাছ কিনে না। তবে আমরা জানি না যে এটা নিষিদ্ধ মাছ। এখন থেকে আর চান্দা (পিরানহা) মাছ কিনবো না।
উল্লেখ্য, ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। এবং ২০১৪ সালের জুন থেকে আফ্রিকান মাগুরের আমদানি, উৎপাদন, বিপণনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পিরানহা মাছ, মাছের রেণু ও পোনা আমদানি করলে জেল জরিমানার বিধান রেখে মৎস্য সংঘ নিরোধ আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। এই আইন অমান্য করলে দুই বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে।