ঢাকাThursday , 29 February 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে প্রকল্প অনুমোদন না করায় ঠিকাদার-প্রকৌশলীর মধ্যে হাতাহাতি

তারেক হাবিব
February 29, 2024 11:43 am
Link Copied!

ঘুষ নিয়েও প্রকল্পের অনুমোদন না করে ফাইল আটকে রাখায় ঠিকাদার ও প্রকৌশলীর মধ্যে বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক বিষয়টি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সাংবাদিকের  ক্যামেরায় ধরা পড়ে।

বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সাংবাদিক পরিচয় দেয়ার পর ওই সময়েই ঘটনাস্থল থেকে সটকে পড়েন প্রকৌশলী। তিনি সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ ইমাম হোসেন। ১ মিনিট ২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে নিজ দপ্তর থেকে কাজ শেষে বের হয়ে মোটরসাইকেলে চড়েছেন মোঃ ইমাম হোসেন।

এসময় তার পথ রোধ করে দাড়ান ভুক্তভোগী দুই ঠিকাদার। টাকা নিয়েও কাজ না করায় ঘুষের টাকা ফেরত চাইছেন তারা। সাংবাদিকের প্রশ্নে বিষয়টি তারা খোলাসা করে ব্যাখ্যা করছেন প্রকৌশলী ইমাম হোসেনের সামনেই। পরে ঘুষের টাকা ফেরত দিতে সাংবাদিকের অনুরোধে মোটরসাইকেল স্টার্ট করে দ্রুত্ত পালিয়ে যান প্রকৌশলী।

গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত দুই ঠিকাদার দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, যথাযথ নিয়মে কাজ সম্পন্ন করলেও প্রকল্পের অনুমোদন ও ফাইলে স্বাক্ষর নিতে উৎকোচ দিতে হয় সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ ইমাম হোসেনকে। তিনি হবিগঞ্জ জেলা পরিষদের উন্নয়নমূলক প্রকল্পের পরিদর্শক ও বিল প্রদানের দায়িত্বে থাকা কর্মকর্তা। ইতোমধ্যে তাকে ২০ হাজার টাকা দেয়া হয়েছে কিন্তু তিনি আরও টাকা দাবী করছেন। ফাইলে স্বাক্ষর না করায় সঠিক সময়ে বিল উত্তোলন করতে পারছেন না তারা।

এ ব্যাপারে অভিযুক্ত সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ ইমাম হোসেন এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘অযথা এসব কথা কইয়েন’ বলে ফোন কেটে দেন । পরে বিষয়টি অবগত করতে দৈনিক আমার হবিগঞ্জের ল্যান্ড ফোন থেকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।