আব্দুল আউয়াল, হবিগঞ্জ সদরঃ পৌরসভার সাবেক তিনবারের নির্বাচিত এবং পদত্যাগকারী মেয়র জনাব আলহাজ্ব জি কে গউছ এর নেতৃত্বে হবিগঞ্জ পৌর বিএনপির ৯ টি ওয়ার্ডের নেতৃবৃন্দদের নিয়ে কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময়ে আগামীতে কিভাবে একত্রে মানুষের পাশে থাকা যায়, সেই বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৭জুন) এ সভা হয়।
এ সময় আলহাজ্ব জি কে গউছ বলেন-
এই করোনা মহামারীতে আমরা বসে থাকতে পারিনা। আমাদের চারপাশে যারা বিভিন্নভাবে সংকটে আছেন তাদের পাশে আমাদের সম্মিলিতভাবে দাঁড়ানোর সময় এখনই। করোনার এই দুর্যোগের শুরু থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন মানুষের পাশে দাড়ানোর জন্য। তাই আমরাও সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি অসহায় মানুষের পাশে থাকার।

অতীতের ন্যায় আগামীতেও সকলের সমন্বয়ে সম্মিলিতভাবে কাজ করে এই দুঃসময় কাটিয়ে উঠতে হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার বিএনপির অভিভাবক ও কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের নির্বাচিত এবং পদত্যাগকারী মেয়র জনাব আলহাজ্ব জি কে গউছ , বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।