স্টাফ রিপোর্টার।। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে হবিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সাথে যুবদল ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ প্রায়১২০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। তাৎক্ষনিকভাবে ৯ জনকে আটক করে পুলিশ।
আটককৃত হলো, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ জি কে গউছের ছোট ভাই জিকে গফফার, তার ছেলে রিফাত, শাহিদ, জিকে গউছের ছেলে প্রিতম, জুয়েল। তাছাড়া অন্যদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল জানান, শনিবার (২৭ মার্চ) দুপুরে বিক্ষোভকারীরা হবিগঞ্জ শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তায় টায়ারে আগুন জালিয়ে জনমনে আতংক সৃষ্টি করে। পুলিশ ঘঠনাস্থলে উপস্থিত হলে তারা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের ১ সদস্য আহত হয়। আত্নরক্ষার্তে পুলিশ ১২০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছিলেন। পুলিশ বিনা উস্কানিতে নেতা কর্মীদের উপর গুলি চালায়। এতে প্রায় অর্ধশতাধিক নেতা কর্মী গুলিবিদ্ধ হয় এবং ৮জনকে আটক করে নিয়ে যাওয়া হয়।
আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমন উপলক্ষে ঢাকায় বিক্ষোভ মিছিলে সংঘর্ষের প্রতিবাদে বিএনপি ও তার অংগ সংগঠন আজ (শনিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসুচী ঘোষনা করে। তারই অংশ হিসেবে হবিগঞ্জে এ কর্মসুচী পালন করে জেলা যুবদল।
—